• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কিশোরগঞ্জে ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ১০:০৫

কিশোরগঞ্জে ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পরিত্যক্ত ভুট্টাখেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্মৃতি আক্তার (২২) একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী।

আরও পড়ুনঃ  রমযানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসকদের মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে : ডা. শফিকুর রহমান

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয় স্মৃতি আক্তারের। সাত মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুরবাড়িতে রেখে কাতারে চলে যান আমিন ভূঁইয়া। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতেন। তাদের কেনো সন্তান নেই। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ হালুয়াপাড়া এলাকার পরিত্যক্ত ভুট্টাখেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675