বগুড়া-৪ আসনে উপনির্বাচন: তানসেনের কাছে হারলেন হিরো আলম

বগুড়া-৪ আসনে উপনির্বাচন: তানসেনের কাছে হারলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে ১৪ দল-সমর্থিত জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ২০ হাজার ৪০৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

আরও পড়ুনঃ  বাগমারা আকস্মিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

কাহালুর দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ এবং নন্দীগ্রামের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক চলছে

রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে কাহালুতে পেয়েছেন ৯ হাজার ৪০ ভোট। এই উপজেলায় হিরো আলম পেয়েছেন ১১ হাজার ৫৬৪ ভোট।

আরও পড়ুনঃ  প্লট জালিয়াতি: শেখ হাসিনা ও জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অন্যদিকে নন্দীগ্রামে জাসদের প্রার্থী তানসেন পেয়েছেন ১১ হাজার ৩৬৫ ভোট। এই উপজেলায় একতারা প্রতীকে হিরো আলম পেয়েছেন ৮ হাজার ৭ ভোট।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *