• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা সাগরের হাতে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৫:১৪

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা সাগরের হাতে

অনলাইন ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক। প্যারিস অলিম্পিকের প্রতিযোগিতা ২৪ জুলাই থেকে শুরু হবে, তবে আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক দেশ মার্চ-পাস্টে অংশগ্রহণ করে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে বাংলাদেশ কন্টিনজেন্টের পতাকা বহন করবেন আরচ্যার সাগর ইসলাম।

প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেই সম্মেলনে আরচ্যার সাগর ইসলামকে পতাকা বহনের বিষয়টি জানানো হয়। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আরচ্যার সাগর ইসলামকে নির্বাচনের কারণ সম্পর্কে বলেন, ‘আরচ্যার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহন করার জন্য নির্বাচিত করছি।’

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

অলিম্পিকের মতো আসরে পতাকা বহন করা অত্যন্ত সম্মানের। আরচ্যার সাগর সরাসরিই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন। বিওএ সাগরকে পতাকা বহনের সুযোগ দিয়ে সম্মান জানাল। আরচ্যার সাগরও বেশ উচ্ছ্বসিত, ‘অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা অত্যন্ত গৌরবের। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আমাকে এই সুযোগ দেওয়ায় ধন্যবাদ।’

আরও পড়ুনঃ  ২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

প্যারিস অলিম্পিকে আরচ্যার সাগর, দুই সাঁতারু সোনিয়া ও রাফি, শ্যুটার রবিউল ও অ্যাথলেট ইমরানুর রহমান অংশগ্রহণ করবেন। পতাকাবাহনকারী নির্বাচনের ক্ষেত্রে বিওএ উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন খেলা আছে কি না এটাও বিবেচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেক আনুষ্ঠানিকতা থাকে। পরদিন খেলা থাকলে সেই ক্রীড়াবিদকে পতাকা বহন বা মার্চ-পাস্টে নেওয়া হয় না। আরচ্যার সাগরের খেলা উদ্বোধনী অনুষ্ঠানের আগেরদিন। ২৫ জুলাই সাগর রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে র‌্যাঙ্কিং রাউন্ডে আসলে আসতে পারলে তার পরবর্তী রাউন্ডের খেলা ৩০ জুলাই। ফলে সাগরকে বিবেচনা করতে সমস্যা হয়নি বিওএ’র। ২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন সাঁতারু আরিফ ইসলাম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675