পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী পৌরসভায় নতুন কর নির্ধারণের জন্য গণশুনানি শুরু হয়েছে। এ পর্যন্ত কর কমানোর জন্য ৭ হাজার আবেদন জমা পড়েছে পৌরসভায়। জমা হওয়া আবেদনের অধিকাংশই ইতোমধ্যে নিস্পত্তি করা হয়েছে। পর্যায়ক্রমে আবেদন করা সকল পৌর নাগরিকের আবেদন বিবেচনা করে নতুন করে পৌর কর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঈশ্বরদী পৌরসভা চত্বরে আয়োজিত চলমান কর নির্ধারণী গণশুনানিতে পৌরসভার নাগরিকদের একথা বলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। প্রতিদিন অফিস চলাকালীন বেলা ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতাদের আবেদন বিশ্লেষণ করে সহনীয় পর্যায়ে নতুন করে কর পুনঃনির্ধারণ করার এই প্রক্রিয়া ওয়ার্ড ভিত্তিকভাবে চলমান রয়েছে বলে জানান মেয়র।
গণশুনানিতে মেয়র ইছাহক আলী মালিথা, প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, প্যানেল মেয়র আবুল হাসেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা তাইয়েবুর রহমান এবং স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরগণ পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন। এ বিষয়ে পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা জানান, ঈশ্বরদী পৌরসভায় প্রায় ১৯ হাজার করদাতা রয়েছেন।
সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছর আগে নির্ধারিত কর আগামী ৫ বছরের জন্য কিছুটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এতে কিছু কিছু ক্ষেত্রে করের মাত্রা বেশি বলে মনে হয়েছে। কিন্তু করদাতাদের দাবির প্রতি সম্মান রেখে কর কমানোর আবেদন অনুযায়ী শুনানির মাধ্যমে আবেদন নিস্পত্তি করে কর কমানো হচ্ছে।
ইতোমধ্যে প্রায় সাড়ে তিন হাজার করদাতাদের কর সহনীয় পর্যায়ে কমিয়ে নতুন করে তাদের কর নির্ধারণ করা হয়েছে। সরাসরি পৌরসভায় এসে ট্যাক্স সম্পর্কে কোন আপত্তি থাকলে তা আপিল করে নিস্পত্তি করার জন্য অনুরোধ করেন তিনি।