• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাশকতার আশঙ্কায় ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা

প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ৯:১৯

নাশকতার আশঙ্কায় ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা

পাবনা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন সহিংস ওঠার পর থেকে পাবনার ঈশ্বরদীতে নাশকতার আশঙ্কায় বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা দিচ্ছে ঈশ্বরদী পৌরসভার কমিউনিটি পুলিশ। বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাগর হোসেন ও নাহিদ মিয়া নামের দু’জন পৌর পুলিশকে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা দিতে দেখে কথা হয় তাদের সঙ্গে।

আরও পড়ুনঃ  সৌদিতে দেখা গেছে চাঁদ, চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু কাল

পৌর পুলিশ সাগর হোসেন জানান, দিনভর এখানে কমবেশি লোকজন থাকে কিন্তু সন্ধ্যার পর থেকে অনেকটা জনশূন্য হয়ে পড়ে এ এলাকা। সেকারণে পৌর প্রশাসনের পক্ষ থেকে রাতভর এই ম্যুরাল পাহারায় থাকেন তারা দু’জন। ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা বলেন, শহরের স্টেশন রোডের এই এলাকার পাশেই রেলওয়ে জংশন স্টেশন ও রেলের ইয়ার্ড।
ইতোপূর্বে একবার সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি জামায়াত আমাদের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছিল, সেকারণে চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সুযোগ বুঝে যাতে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং দলীয় কার্যালয়ে কেউ নাশকতা করতে না পারে সে কথা ভেবেই পৌর পরিষদ সিদ্ধান্ত নিয়ে আমাদের নিজস্ব পৌর কমিউনিটি পুলিশকে রাতভর এখানে পাহারায় রাখা হয়েছে। দেশের পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত এই পাহারা চলমান থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675