নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছাতড়া বাজার এলাকায় বিসিআইসি সার ডিলার মেসার্স এবিসি এগ্রো ইন্ড্রাস্টিজ অতিরিক্ত দামে সার বিক্রি করায় কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কি কারণে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে তার সদুত্তর দিতে না পারায় ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, উপজেলার ছাতড়া বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছিলেন এবিসি এগ্রো ইন্ড্রাস্টিজ। ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁকে সতর্ক করা হয়েছে। সারের দাম নিয়ে কৃষক যেন হয়রানির শিকার না হয় এজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান ও থানা পুলিশের সদস্যরা।