• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৪:১৪

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এরপর, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এই মৎস্য সপ্তাহ শেষ হবে ৫ আগস্ট।

আরও পড়ুনঃ  ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ মনিরুল ইসলাম, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম।

রাজশাহী বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও আরো বক্তব্য রাখেন অক্ষয় কুমার সরকার, মৎস্য চাষি সাদিকুল ইসলাম ও শ্যামপুর মৎস্যজীবী সমিতির সভাপতি চাহার উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

আরও পড়ুনঃ  রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ মানববন্ধন

অনুষ্ঠান থেকে জানা হয়েছে, চাহিদার চেয়ে অনেক বেশী মাছ উৎপাদন হয় রাজশাহীতে। গত ২০২৩-২০২৪ অর্থবছরে এ জেলায় মাছের চাহিদা ছিল ৬৬ হাজার ২০৮ মে.টন। উৎপাদন হয়েছে এক লাখ আট হাজার ৪৯০ মে.টন। উদ্বৃত্ত উৎপাদন হয় ৪২ হাজার ২৮২ মে.টন। এমনিতেই তাজা মাছ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে দেশের মধ্যে রাজশাহী জেলা প্রথম অবস্থান ধরে রেখেছে।

আরও পড়ুনঃ  শিশুকে যৌন হয়রানি, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো অভিযুক্তকে

উল্লেখ্য, অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- সাঈদ ফিসারিজের স্বত্বাধিকারী মৎস্য চাষি সাদিকুল ইসলাম, মৎস্য চাষি আজিম উদ্দিন, মৎস্য চাষি রফিকুল ইসলাম, মৎস্যজীবী সংগঠক চাহার উদ্দিন, এসিআই গোদরেজ এগ্ৰোভেটের স্বত্বাধিকারী ফারায়েজুল হক আনসারী, সিনিয়র উপজেলা মৎস্য দফতর পবার ক্ষেত্র সহকারী মো. তারিক হোসেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675