প্রস্তাবিত বাজেটে সব রপ্তানিমুখী শিল্পে তৈরি পোশাক খাতের মতো করপোরেট করহারের প্রস্তাব দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। গতকাল সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটের এই পদক্ষেপ বাস্তবসম্মত ও সময়োপযোগী।
উল্লেখ্য, বাজেটে সব রপ্তানিমুখী শিল্পের সব কারখানার জন্য ১০ শতাংশ এবং অন্যান্য কারখানার জন্য ১২ শতাংশ হারে করপোরেট করের প্রস্তাব করা হয়েছে। এতদিন ধরে শুধু তৈরি পোশাক খাত এ সুবিধা পাচ্ছিল। তবে বিএফএফইএর মতে, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে ১ শতাংশ উৎসে কর আরোপ করা যুক্তিসংগত নয়। এ ক্ষেত্রে উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।