পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এর উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মন্জুর মোরশেদ চৌধরী। সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, কৃষি কর্মকর্তা মামুন রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসানখোকন, মহিলা ভাইস চেয়ারমান মমতাজ বেগম, সাবেক অধ্যাক্ষ খালেক, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মৎস্য চাষী আশিষ কুমার, মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।