• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘দেখা হলেই বলবে, কত মোটা হয়ে গিয়েছ’-বিদ্যা বালন

প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:১৯

‘দেখা হলেই বলবে, কত মোটা হয়ে গিয়েছ’-বিদ্যা বালন

অনলাইন ডেস্ক : এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন, ভারতে একটা চল রয়েছে। কারও সঙ্গে বহু দিন পরে দেখা হলে, প্রথমেই তাঁর চেহারা নিয়ে মন্তব্য করা হয়।

সম্প্রতি ওজন কমিয়েছেন । কিন্তু এক সময় চেহারার জন্য নানা ধরনের কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এই বিষয়ে একাধিকবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন তিনি। নিজের ওজন বৃদ্ধির নেপথ্যে শারীরিক অসুস্থতার কথাও প্রকাশ করেছিলেন বিদ্যা। কিন্তু তা-ও কটাক্ষ পিছু ছাড়েনি।

আরও পড়ুনঃ  হারানোর পরই মূল্য দেওয়া হয় : অপরাজিতা আঢ্য

পুরনো এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন, ভারতে একটা চল রয়েছে। কারও সঙ্গে বহু দিন পরে দেখা হলে, প্রথমেই তাঁর চেহারা নিয়ে মন্তব্য করা হয়। বিদ্যা বলেছিলেন, “ভারতে একটা বিষয় দেখেছি। কেউ জানতে চায় না কেমন আছি। বরং বহু দিন পরে দেখা হলে লোকে আগে মন্তব্য করেন, আরে কত মোটা হয়ে গিয়েছ অথবা কত রোগা হয়ে গিয়েছ! এ ছাড়া কি আর কিছু দেখতে পায় না মানুষ? এর থেকেই বোঝা যায়, কত অগভীর ভাবে এক জন মানুষকে আপনি দেখেন।”

আরও পড়ুনঃ  ‘পুরুষতন্ত্রের শিকার নারীরাই মেয়েদের বাধাগ্রস্ত করেন’

‘যা রোজগার করি তাতে পেট তো চলে’, পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক তাপসী পন্নু
বিদ্যা আরও বলেন, “এর থেকে একটা বিষয় স্পষ্ট, আপনি জানতেই চান না, মানুষটা আদৌ খুশি নাকি তিনি অবসাদগ্রস্ত। দেখুন, কেউ যদি আপনাকে বলে, ওজনটা কমিয়ে নিন। তা হলে তাঁকে বলবেন, দেখুন আপনিও নিজের বুদ্ধিটা বাড়িয়ে ফেলুন।”বিদ্যা যোগ করেন, “আসলে আপনাকে কেউই পুরোপুরি গ্রহণ করবেন না, যত ক্ষণ না আপনি নিজেকে গ্রহণ করবেন।”

আরও পড়ুনঃ  কখন সুখী হবেন, জানালেন পরীমনি

উল্লেখ্য, বিদ্যাকে শেষ দেখা গিয়েছে ‘দো অউর দো পেয়ার’ছবিতে। এর আগে তাঁর ছবি ‘নিয়ত’ ও ‘জলসা’ বিশেষ ভাবে সাড়া ফেলেছিল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675