• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগ কার্যালয় ভাঙচুর

প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৮:১৪

চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগ কার্যালয় ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (০৪ আগস্ট) বিকেলে এই হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে শান্তিমোড় এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের মিছিল শুরু হয়। পরে মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাম পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এই সময় জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয় এবং সেখানে থাকা প্রায় ১১টি মোটরসাইকেলে পুড়িয়ে দেন দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২

মিছিলটি নিউমার্কেট ও জেলা জর্জ কোর্ট হয়ে আবার শান্তিমোড় এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় শান্তিমোড় এলাকায় অবস্থিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিক্ষুব্ধ ছাত্রজনতা ভাঙচুর চালান।

আরও পড়ুনঃ  পথহারা এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরে দিয়েছে রাজপাড়া থানা পুলিশ

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675