• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা কর্মীর নামে মামলা

প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৬:০২

সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা কর্মীর নামে মামলা

নাটোর প্রতিনিধি: নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। সদর থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৪ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাব মামলা দুইটির পৃথক এজাহার দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহার গ্রহণ করে তা রেকর্ডের প্রক্রিয়া চলমান আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ  ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ

আসামিরা হলেন-সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল (৪৬), সাজেদুল ইসলাম সাগর (৪২), জাহিদুর রহমান জাহিদ (৪৫), জামিল হোসেন মিলন (৪২), সায়েম হোসেন উজ্জল (৪৮), খোকন মিয়াজী (৪৭), মলয় কুমার রায় (৪২), আমিনুল ইসলাম আজম (৫৮), রাশেদুল ইসলাম কোয়েল (৩২), কানন (২৮), গোলাম কিবরিয়া সেলিম (৩৩), সজিব (৩৫), সবুজ (৩৫), সৌমেন (৩৮), রাসু (৩২), শিহাব, স্বপন (২৪), হৃদয় (২২), আলিফ (২২), জনি (২৭), সুমন (৩৩), সুমন মৃধা (৩৩) প্রমুখ।

আরও পড়ুনঃ  বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

বাদী মো. সাইফুল ইসলাম আফতাব জানান, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার সময় স্টেশন এলাকার তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে ১০ / ১২ জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যায়।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চাই: ধর্ম উপদেষ্টা

অপর বাদী ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোটে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে ১০ / ১২ জন প্রাইভেটকার ও হাইস গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যায়।

সর্বশেষ সংবাদ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
রমজান শুরু কবে, কোন অঞ্চলে কখন দেখা যাবে চাঁদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
‘জন্মদিনে মা পছন্দের খাবার রান্না করতেন’
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675