• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৬:২৩

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত নির্মাণশ্রমিক জাবেদের (৩৫) লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া শহরের ভাইপাগলা মাজার গোরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় লাশ দাফন করা হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট থেকে জাবেদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। ফিঙ্গার প্রিন্ট ও স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েও তাঁর পরিচয় উদ্ঘাটন করা যায়নি। নিহতের মাথায়, ডান গালে ও দুই পায়ে জখমের চিহ্ন ছিল।

আরও পড়ুনঃ  সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যসচিব লিটন শেখ বাঘা বলেন, নির্মাণশ্রমিক হিসেবে পরিচয়পত্রে জাবেদের ঠিকানা বগুড়া শহরের বেজোড়া লেখা ছিল। সে অনুযায়ী বেজোড়া এলাকায় খোঁজ করেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

লিটন শেখ বাঘা আরও বলেন, ‘৪ আগস্ট শহরের সাতমাথায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন জাবেদ। রাত ৮টার দিকে সাতমাথাসংলগ্ন বগুড়া জিলা স্কুল মাঠে রক্তাক্ত জখম অবস্থায় জাবেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বিভিন্নভাবে তাঁর পরিচয় জানার চেষ্টা করি। কেউ তাঁকে চিনতে না পারায় পুলিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের দ্বারস্থ হয়। পরে ভাইপাগলা মাজার গোরস্থানে লাশ দাফন করা হয়।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675