• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ৬:১৪

শিবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবদুল করিম (১৮) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, আব্দুল করিম সোমবার (২৬ আগস্ট) বিকালে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে রাতে আর ফিরে আসেনি। ফলে এলাকার আশপাশ এবং আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকালে এলাকাবাসী আদিনা ফজলুল হক সরকারী কলেজের সামনের সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে নারী ঘটিত বিষয়ে কিশোর করিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সুলভ মূল্যের খাদ্যসামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা মতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে নিহতের মা কারিমা বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675