• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আরব সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়, সতর্কতা ভারত-পাকিস্তানে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ৬:২৩

আরব সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়, সতর্কতা ভারত-পাকিস্তানে

অনলাইন ডেস্ক : আরব সাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। আগামীকাল শুক্রবার সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।

আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে এ বিষয়ক সতর্কতা জারি করেছে দুই দেশের আবহাওয়া দপ্তর।

এদিকে নিম্নচাপের প্রভাবে গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় গত প্রায় দু’দিন ধরে চলছে ব্যাপক বর্ষণ। ভারী ও টানা বর্ষণের কারণে নদী-নালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ৪০ উইঘুরকে চীনে ফেরত পাঠাল থাইল্যান্ড, আমেরিকা-জাতিসংঘের নিন্দা

এছাড়া বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি রয়টার্সকে জানিয়েছেন, গত দু’দিন ধরে তার এলাকায় বিদ্যুৎ নেই।

আরও পড়ুনঃ  রমজান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে

“আবহাওয়া পরিস্থিতি এবং বিদ্যুৎহীনতার কারণে ব্যক্তিগতভাবে আমি খুব বিপদে পড়েছি। আমার আট বছর বয়সী একটি মেয়ে আছে, যে একজন হাঁপানির রোগী এবং আমার মাকে নিয়মিত অক্সিজেন দিতে হয়,” রয়টার্সকে বলেন প্রভু রাম সোনি।

প্রসঙ্গত, জামনগর গুজরাটের অন্যতম শিল্পনগরী। বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার এই শহরটিতেই অবস্থিত। এই পরিশোধানাগারটির মালিক ভারতের ধনকুবের মুকেশ আম্বানি।

আরও পড়ুনঃ  ফ্রান্স, ইউক্রেনের সঙ্গে বসে শান্তিচুক্তি তৈরি করবে ব্রিটেন, পরে আলোচনা ট্রাম্পের সঙ্গে: স্টার্মার

জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে বলে জানা গেছে।

এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।-সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675