• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হলিউডের গুরুকে বিয়ে করছেন নরওয়ের রাজকুমারী

প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ৫:৩৭

হলিউডের গুরুকে বিয়ে করছেন নরওয়ের রাজকুমারী

অনলাইন ডেস্ক : হলিউডের স্বঘোষিত গুরুকে বিয়ে করতে যাচ্ছেন নরওয়ের রাজকুমারী প্রিন্সেস মার্থা লুইস। এ সপ্তাহের শেষ দিকে তাদের বিয়ে হবে। হলিউডের কথিত গুরু মার্কিন নাগরিক ডুরেক ভেরেত্ত দাবি করেন, তিনি ‘মৃত থেকে জীবিত হয়েছেন।’ তাদের বিয়ে হবে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান গেইরেঞ্জারে। সেখানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা থাকবেন।

৫২ বছর বয়সী প্রিন্সেস মার্থা লুইস নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ডের বড় সন্তান। একটা সময় তিনি পেশাদার অশ্বারোহী হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন। অপরদিকে ৪৯ বছর বয়সী ডুরেক ভেরেত্তে হলিউডের একজন গুরু হিসেবে খ্যাত।

আরও পড়ুনঃ  আমি এখনও আবেদনময়ী : কারিনা

২০২২ সালে ভেনিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ডুরেক ভেরেত্তে দাবি করেছিলেন, ২৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছিল। তিনি খিঁচুনিতে আক্রান্ত হয়েছিলেন এবং তার সমস্ত অঙ্গপতঙ্গ বিকল হওয়া শুরু হয়েছিল। ওই সময় মনে হচ্ছিল জ্বলন্ত চাকু দিয়ে তাকে ছুরিকাঘাত করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, ওই সময় তার দাদীর আত্মা তাকে যেতে দিতে বলছিল।

আরও পড়ুনঃ  অপু বিশ্বাসের নতুন রূপ

ওই অবস্থা থেকে জেগে ওঠার পর ভেরেত্ত দুই মাস কোমায় ছিলেন এবং দীর্ঘ আটবছর তার ডায়ালাইসিস চলেছে। এরপর ২০১২ সালে তার বোন কিডনি দান করার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এদিকে প্রিন্সেস মার্থা লুইস একজন ডিভোর্সী। তার তিন সন্তান রয়েছে। তিনিও নিজেকে একজন আলোকপাত দৃষ্টিসম্পন্ন হিসেবে দাবি করে থাকেন। তিনি অন্যদের বলে বেড়ান পরীদের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

আরও পড়ুনঃ  কখন সুখী হবেন, জানালেন পরীমনি

আধ্যাত্মিকতার উপর নজর দিতে ২০২২ সালে রাজদায়িত্ব ত্যাগ করেন প্রিন্সেস মার্থা লুইস। যদিও তার রাজপদবী থেকে যায়। তবে তাকে শর্ত দেওয়া হয় নিজের রাজপদবী কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন না।

সর্বশেষ সংবাদ

মেয়েদের আইপিএলে বৃহস্পতিবার দাপট হরমনপ্রীতদের
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
‘এত সহজে জিততে পারব ভাবিনি’
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
রাস্তার পাশে জিলাপি বিক্রি করছেন ফুটবলার
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675