১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন পদ্মাপারের দেড় হাজার পরিবার

১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন পদ্মাপারের দেড় হাজার পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পল্লী বিদ্যুতের খাম্বা পড়ে যাওয়ায় ১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে চরাঞ্চলের দেড় হাজার পরিবার। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর-সাত্তার মোড় এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে পদ্মাপারের বাসিন্দারা।

আরও পড়ুনঃ  স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না হিরো আলম

ভুক্তভোগীদের অভিযোগ, খাম্বা পড়ে যাওয়ার বিষয়টি ঘটনার সঙ্গে সঙ্গে কানসাট পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।

পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক জানান, ১০ দিন আগে পদ্মা নদীর তীরের সাত্তার মোড়ে একটি খাম্বা নদীতে পড়ে যায়। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে তীব্র গরমে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বাসিন্দাদের। দোকান ও বাসাবাড়ির ফ্রিজের খাবারও নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, তীব্র স্রোতের কারণে খাম্বাটি পুনঃস্থাপন করা যাচ্ছে না। নদীতে পানি কমলে দ্রুত সমাধান করা হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *