• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখ মুসল্লি

প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫৫

মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখ মুসল্লি

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে এক গত এক সপ্তাহে ৫০ লাখের বেশি ইবাদতকারী ও জিয়ারতকারী আগমন করেছেন। এই সময় ইবাদতকারী ও জিয়ারতকারীদের সবোর্চ্চ সেবা প্রদান করা হয়েছে।

মসজিদে নববীর সেবায় নিয়োজিত জেনারেল অথরিটি জানিয়েছে, গত সপ্তাহে ৫০ লাখের বেশি মানুষ মসজিদে নববীতে আগমন করেছেন।

আরও পড়ুনঃ  মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান

তাদের মধ্যে ২ লাখ ৩০ হাজার ৮২৩ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছেন।

মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসূল সা.-এর রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবূ দারদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’-(মাজমাউয যাওয়াইদ : ৪/১১)

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

মসজিদে নববীর ফজিলত সম্পর্কে অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিনটি মসজিদ ছাড়া অন্য কোথায়ও (সওয়াব আশায়) সফর করা জায়েজ নেই: মসজিদুল হারাম, আমার এ মসজিদ ও মসজিদুল আকসা।’-(বুখারি : ১১৮৯, মুসলিম : ১৩৯৭)

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675