• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমরা যেন নবীর আদর্শ থেকে বিচ্যুত না হই: সহিদ উদ্দিন মাইজভান্ডারী

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫০

আমরা যেন নবীর আদর্শ থেকে বিচ্যুত না হই: সহিদ উদ্দিন মাইজভান্ডারী

অনলাইন ডেস্ক : বিভিন্ন মাজারে হামলা চালিয়ে একশ্রেণীর মানুষ দেশে এবং দেশের বাইরে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে উল্লেখ করে “আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া” এর প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভ্রাতৃত্ববন্ধনের মাধ্যমে। এটি নবীর আদর্শ, নবীর সাহাবাদের আদর্শ। আমরা যেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এবং তার সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত না হই।

সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে “আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া” এর উদ্যোগে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ঢাকা জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী আরও বলেন, বিভিন্ন মাজারে যদিও অপ্রতিগ্রস্ত পাগল ফকির থাকে, সমাজের এই বঞ্চিত ও অবহেলিত মানুষদের চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার, পরিশুদ্ধ করার ব্যবস্থা করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আর যারা মাজার ভাঙচুর করছে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন।
তিনি বলেন, একশ্রেণীর মানুষ মাজারে হামলা করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, বহির্বিশ্ব এবং দেশের মধ্যে তারা জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে। তাদেরকে বলব, আপনাদের যদি মাজারে আপত্তি থাকে মেহেরবানী করে আল্লাহর নবী যেভাবে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহর ওলীরা যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের কাছে হেদায়েতের বানী নিয়ে গিয়েছেন সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার মাধ্যমে, সেভাবে আপনারা ধর্মের দাওয়াত নিয়ে তাদের কাছে যান, হেদায়েতের বার্তা নিয়ে যান, কিন্তু হিংসা হানাহানি নয়।

আরও পড়ুনঃ  ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের

পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর মিলাদের দাওয়াত স্বয়ং আল্লাহই দিয়েছেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, এমন একজন নবী আসবে তোমাদের নিকট, ওই নবীর ঊপর সকলকে ঈমান আনতে হবে এবং এই রসুল তোমাদের সকল নবী রাসূলদের সত্যায়নকারী হবেন। তার আগমনের এই দিনে আল্লাহর রহমতের গুজারি করতে বলেছেন। তাই আল্লাহর শুকুর গুজারির জন্য আমরা মিলাদুন্নবী কায়েম করেছি।
সেমিনার ও আলোচনার পর সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুশ (র‍্যালি) অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের কুমার নদ

এরপর জোহরের নামাজ আদায় শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে দেশবরেন্য হাক্কানী ওলামায়ে কেরামগন, রাজনীতিবিদ, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675