ঢাকাWednesday , 16 November 2022
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

Somoyer Kotha
November 16, 2022 4:00 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট ইংলিশ স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ)-৪৩ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার), সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপপরিচালক, স্থানীয় সরকার, দেবেন্দ্রনাথ উরাঁও চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুর রাকিব।

সঞ্চালনায় ছিলেন গোলাম ফারুক মিথুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সকল মান উন্নয়নকেথকে সামনে রেখে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। তারই অংশ হিসেবে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৯ টি স্টল রয়েছে বলে জানানো হয়।
এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্র্যালি বের করা হয়। র্র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ইংলিশ স্কুল মাঠে পৌঁছায়। সবশেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০