• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৯:১৪

দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১১ টায় রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।

আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীগণের সর্ববৃহৎ উৎসব। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ-সহ সার্বিক বিষয়ে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। রাজশাহীর পুলিশ সুপার  আনিসুজ্জামান বলেন, এবছর রাজশাহী জেলার ৮ টি থানায় সর্বমোট ৩০৭ টি পুজামন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপগুলো যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেলক্ষ্যে রাজশাহী পুলিশ নিরলসভাবে কাজ করবে।

আরও পড়ুনঃ  আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দপুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। যুগযুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। তাই দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পরমাণুবিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী’র বাউবিতে “প্রফেসর ইমেরিটাস” পদে যোগদান

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু সালেহ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম-সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675