• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় মেরাজ মণ্ডল (১৯) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালক ও দুই যাত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেরাজ উপজেলার পৌর শহরের পারকোলা গ্রামের বরকত মণ্ডলের ছেলে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এছাড়া ঘটনায় আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনাগামী একটি ট্রাক পাড়কোলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেরাজের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা বলেন, যাত্রী নিয়ে একটি অটোরিকশা পারকোলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ও বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675