আর্থিক সহায়তা পেলেন ৩০ বেকার যুবক

আর্থিক সহায়তা পেলেন ৩০ বেকার যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্প পুঁজিতে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াত।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাচোল পৌরসভা শাখার উদ্যোগে প্রায় ৩০ জন যুবককে কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : দুলু

নাচোল পৌরসভা আমির মো. মুনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাও. আবু জার গিফারী।

প্রধান অতিথির বক্তব্য মাওলানা আবু জার গিফারী বলেন, বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামি সবসময় কাজ করে যাচ্ছে এবং যাবে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা আপনাদের সবসময় পাশে আছি এবং থাকব।

আরও পড়ুনঃ  সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি ড.মিজানুর রহমান ও ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা আমির মাও: ইয়াকুব আলী, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, পৌরসভা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *