• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৬

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে সুকান্ত বর্মন (২৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগজানা হঠাৎপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুকান্ত ওই উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতুনপুর গ্রামের ছানা বর্মনের ছেলে। তিনি এক শিশু কন্যার বাবা।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন সকালে পাঁচবিবি স্টেশনের অভিমুখে যায়। ট্রেনটি আনুমানিক সাড়ে ৮টার দিকে বাগজানা হঠাৎপাড়া নামক এলাকা দিয়ে যাওয়ার সময় সুকান্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাগজানা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন বলেন, সুকান্ত ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। এই নিয়েই তিনি সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি পাঁচবিবি থানার পুলিশ মাধ্যমে জেনেছি। নিহত ব্যক্তির মরদেহ তার পরিবার নিয়ে গেছে। সেখানে রেলওয়ের পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675