• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি পুনর্গঠন

প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ৬:৫৬

ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি পুনর্গঠন

অনলাইন ডেস্ক : ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করেছিল। এক মাস পরই সেই কমিটি পুনর্গঠন হয়েছে। মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দেওয়ার পর তার শূন্যস্থানে কমিটির সদস্য করা হয়েছে বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামকে।

গত ২৯ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। সেই কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন বুলবুলের কর্মকাণ্ড সরকার বিব্রত হয়ে শোকজ করে। বুলবুলের শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। বুলবুলকে অব্যাহতি দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই বিকেএসপি পরিচালককে কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা সার্চ কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন– সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার ও বিকেএসপির বর্তমান মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

২৯ আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আদেশে সার্চ কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। আজকের অফিস আদেশে আগের সময়সীমা বাতিল করা হয়েছে। যদিও নতুন আদেশে এই কমিটির প্রতিবেদনের কোনো ডেডলাইন উল্লেখ করা হয়নি। নতুন নির্দেশনায় আরেকটি পরিবর্তন– সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা করবেন শুধু জাতীয় ক্রীড়া পরিষদের সচিব। আগের আদেশে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও (ক্রীড়া) ছিলেন।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

২৯ আগস্ট সার্চ কমিটি গঠন করে ক্রীড়া মন্ত্রণালয়। এর এক সপ্তাহ পর তারা প্রথম সভা করে। গত তিন সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদে বেশ কয়েকটি সভা করেছে সার্চ কমিটি। ক্রীড়াঙ্গনের সবাই এই কমিটির দিকে তাকিয়ে রয়েছে। এক মাস পেরিয়ে গেলেও সার্চ কমিটি দৃশ্যমান কোনো পদক্ষেপ বা এখনও সিদ্ধান্ত পায়নি ক্রীড়াঙ্গন।

সর্বশেষ সংবাদ

বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
রমজানের চাঁদ কাল চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
২০২৫ পিএসএলের সূচি ঘোষণা
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
 

রাজনীতি-এর আরও সংবাদ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩৯
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩০
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675