• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শান্তর পর ভারতকে সিরিজ হারানোর লক্ষ্য জানালেন হৃদয়ও

প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৬:৩৪

শান্তর পর ভারতকে সিরিজ হারানোর লক্ষ্য জানালেন হৃদয়ও

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতেও খুব একটা অর্জন নেই বাংলাদেশের। ফরম্যাটটিতে দুই দলের ১৪ বারের দেখায় টাইগাররা কেবল একটি ম্যাচে জিতেছে। তবে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে নাজমুল হোসেন শান্তর দল। যা গতকাল বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, একই সুরে আজ (শনিবার) কথা বলেছেন টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ও।

টেস্ট সিরিজে ভারতের কাছে বাজেভাবে হারের পর বাংলাদেশ দলের লড়াই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামীকাল দুই দল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রে মুখোমুখি হবে। তার আগে আজ সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয় বলেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব।’

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

ফলাফল পক্ষে আনার জন্য নিজেদের সেরাটা দিয়েই খেলার আশা হৃদয়ের, ‘আলাদা করে কিছু করিনি। অবশ্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কমবেশি। চাপ মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।’

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

শোনা যাচ্ছে গোয়ালিয়রের পিচে পেসারদের জন্য বাড়তি বাউন্স ও পেস থাকবে। তবে এমন পিচ ব্যাটারদের জন্যও উপযোগী। উইকেটের বিষয়ে হৃদয় বলেন, ‘উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’

তিনি আরও বলেন, ‘মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না। আমাদের খেলার দিকেই ফোকাস করি। প্রসেস মেনটেইনের চেষ্টা থাকে। তাদের হারানোর সুযোগ আছে, এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি। টি-২০ তে বড় দল ছোট দল নাই। যে ভালো করবে সেই জিতবে।’

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবের দল। গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। যা দীর্ঘ ১৪ বছর পর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ।

সর্বশেষ সংবাদ

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৬:০০
‘লক্ষ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া’
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৬:০০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675