সোনামসজিদ স্থলবন্দরে ভারতে পাচারের সময় ১৭ কেজি ইলিশসহ ট্রাকচালক গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দরে ভারতে পাচারের সময় ১৭ কেজি ইলিশসহ ট্রাকচালক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ভারতে পাচারের সময় সাড়ে ১৭ কেজি ইলিশসহ অলক মণ্ডল (২২) নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।

অলক মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক। গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আরও পড়ুনঃ  তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল : আপন কফি হাউজের তিনজন পুলিশ হেফাজতে

গোলাম কিবরিয়া জানান, ইলিশ মাছ পাচারের তথ্যের ভিত্তিতে ভারতে প্রবেশের সময় একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছসহ ট্রাকের চালক অলক মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁকে ট্রাকসহ শিবগঞ্জ থানা-পুলিশের কাছে মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

ওসি বলেন, বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভারতীয় ট্রাকচালক অলক মণ্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *