‘জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়’

‘জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়’

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী কারো জমি, মার্কেট, বাড়িঘর দখলে নেবে না। শুধু দখলে নিবে মানুষের হৃদয়। প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে থাকবে মানুষের প্রতি ভালবাসা, থাকবে না অহংকার।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাগমারায় বিএনপি’র বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো দায়িত্বশীল রাজনৈতিক শক্তিকে আস্থায় নিতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়। দেশ গড়ার চরিত্রবান যুবসমাজ তৈরীর কারখাানা জামায়াত। মানুষের কাছে ইসলামীর দাওয়াত পৌঁছার দায়িত্ব ঐতিহাসিকভাবে পালন করে আসছে। জামায়াতের কোন নেতাকর্মী সন্ত্রাস, চাঁদবাজি ও টেন্ডারবাজি করতে পারে না। জামায়াত ছাড়া অন্য কোন রাজনীতিক দলের এ বিষয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই।

আরও পড়ুনঃ  সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান, সেক্রেটারি আবু বক্কর, অফিস সেক্রেটারি অধ্যাপক আমানুল্লাহ, সদর উপজেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, পৌর সেক্রেটারী মুক্তার হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *