সাকিবের দেশে আসা-দেশত্যাগে বাধা থাকার কথা নয় : আসিফ

সাকিবের দেশে আসা-দেশত্যাগে বাধা থাকার কথা নয় : আসিফ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আগে আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি পুরো বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’

আরও পড়ুনঃ  ‘নেশাচ্ছন্ন অবস্থায় আমার পোশাক ঠিক করে দিতে চায় অভিনেতা’

বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার জবাব, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে হয়েছে গ্রাফিতি এ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ক্রিকেট দলেরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব এবং আমি মনে করি যে আবেগের একটা জায়গা অবশ্যই আছে। যেহেতু বড় একটা আন্দোলন হয়েছে এবং সাকিবের আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক ওই প্রশ্নে যাব না। সেটা অন্য বিতর্ক।’

আরও পড়ুনঃ  ঢাকায় এসে নামল জিম্বাবুয়ে দল

প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্ট খেলে ফরম্যাটটিকে বিদায় জানাতে চান সাকিব। তবে তার দেশে আসার বিষয়টি আপাতত আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে বলে মনে হচ্ছে ক্রীড়া উপদেষ্টার মন্তব্যের পর। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *