স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অবস্থায় নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার অনুমানিক বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে কাটাখালী বাজারের আদর্শ কলেজের পেছনে একটি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মরদেহ কাটাখালী থানায় নেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, আদর্শ কলেজ এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলা এবং শরীরের বিভিন্ন অংশে কাটা চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার পরে ফরেনসিক বিভাগকে খবর দেয়া হলে তারা এসে বিষয়টি দেখছে।
তিনি বলেন, নিহতের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ বিষয়ে থানায় মামলা হবে।#