• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় মুরগি বাবু আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৬:৫৫

বাগমারায় মুরগি বাবু আটক

স্টাফ রিপোর্টার, বাগমারা রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার অভ্যুথ্থানের সময় গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগে ওয়ারেছ আলী ওরফে মুরগি বাবুকে (৩৮) পুলিশ আটক করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কিছুদিন পালিয়ে ছিলেন তিনি। তবে সপ্তাহ খানেক আগে প্রকাশ্যে আসেন তিনি। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এলাকায় তিনি মুরগি বাবু হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো কথিত সাংবাদিক রানা

বৃহস্পতিবার দুপুরে মুরগি বাবু ভবানীগঞ্জ পৌরসভায় অবস্থান করছিলেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ সেখান থেকে তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুরগি বাবু হাতে পাইপ নিয়ে ছাত্র-জনতাকে ধাওয়া করছেন। সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজনেরা জানান, মুরগি বাবু এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাজারে মুরগি কেনা-বেচার কারণে তিনি এলাকায় মুরগি বাবু হিসেবে পরিচিত ছিলেন। গত ২০০৯ সালের জাতীয় নির্বাচনের পরে তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হকের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। স্থানীয় ভাবে স্বেচ্ছাসেবকলীগের ভবানীগঞ্জ ওয়ার্ড শাখায় যুক্ত হন। এর থেকে ঠিকাদারী কাজে জড়িয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি প্রদানসহ বিভিন্ন বিতর্কিত কাজে জড়িয়ে পড়ে আলোচিত হন তিনি। এছাড়াও এক সময় কয়েকজনকে নিয়ে লাল বাহিনী গঠন করেন। তবে ওই সময় বিষয়টি আলোচিত হলে বাহিনীর তৎপরতা বন্ধ হয়ে যায়।
বাগমারার থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  বেনজীর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলা

 

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675