ইংলিশ গান গেয়ে কটাক্ষের শিকার ফারিণ

ইংলিশ গান গেয়ে কটাক্ষের শিকার ফারিণ

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি বেশ ভালো গান গাইতে পারেন তিনি। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়েছিলেন।

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা

পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন ফারিণ। এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়ে কটাক্ষের শিকার হয়েছেন তাসনিয়া ফারিণ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি ফারিণ গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গানটি গাইছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  বৈশাখে বৈচিত্র্যময় জয়া

ভিডিওর কমেন্ট বক্সে কটাক্ষ করে সাদেকুল আহমেদ লিখেছেন, ‘হেতে আবার বিদেশ বেশি যায় তো মনে হয় বিদেশি ডোজ পরছে, তাই আজ কাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়, নিজেকে বড় গায়ক মনে করে।’

আরও পড়ুনঃ  কালো লিপস্টিকে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রীলেখা

আরমান আতিক নামে আরেকজন লিখেছেন, আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গায়বেন। শুভ আহমেদের ভাষ্য, ‘নিজেরে একটু ইউরোপিয়ান ইউরোপিয়ান ভাবতেছে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *