সি বিচে অনবদ্য লুকে টয়া

সি বিচে অনবদ্য লুকে টয়া

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তার অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন এবং বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন। টয়া মূলত নাচের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন।

পরবর্তী সময়ে মডেলিং ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঘুরাঘুরি করতেও বেশ পছন্দ করেন এ অভিনেত্রী। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন।

আরও পড়ুনঃ  বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ঊর্বশী

সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে সি বিচে অনবদ্য লুকে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।’

আরও পড়ুনঃ  বৈশাখে বৈচিত্র্যময় জয়া

ছবিতে দেখা যায়, সৈকতে খোশ মেজাজে খোলা চুলে মাথায় হাত রেখে ফটোশুট করছে। টয়ার এ রূপ দেখে ভক্তদের মনে ভালোবাসার দাগ কেটেছে। নীল রঙের প্রিন্টেড লং স্লিভ মেক্সিতে বেশ মানিয়েছে।

অভিনেত্রীর মিষ্টি হাসি আর ঠোঁটে হালকা লিপস্টিক যেন আরও আকর্ষণীয় করে তুলেছে টয়াকে। এলোমেলো চুল ও রোদের ঝিলিক সবত্র ছেয়ে গেছে। ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে বেশ প্রশংসা করেছে।

আরও পড়ুনঃ  রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা

ইউসুফ নামে এক অনুরাগী কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার সব সময়ই প্রিয় টয়া।’ আহমেদ ইব্রাহীম নামে আরেকজনের ভাষ্য, ‘তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *