বিচ্ছেদের সময় হৃতিকের থেকে কত টাকা নিয়েছেন সুজান

বিচ্ছেদের সময় হৃতিকের থেকে কত টাকা নিয়েছেন সুজান

অনলাইন ডেস্ক : বলিউডের বিগ বাজেট ডিভোর্স নিয়ে চর্চা চলে প্রতিনিয়ত। যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে কৌতূহলে শেষ নেয়। এমনই এক ‘বড় বাজেটের বিচ্ছেদ’ হয়েছিল সুজান খান ও হৃতিক রোশনের।

২০০০ সালের ২০ ডিসেম্বর ছোটবেলার প্রেমিকা সুজানকে বিয়ে করেন হৃতিক। তবে ২০১৪ সালের ১ নভেম্বর তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হতে থাকে সব মহলে। জানা যায়, অন্য নারীর প্রতি আকর্ষণের কারণেই সুজানের থেকে ক্রমশ দূরে সরছিলেন হৃতিক।

আরও পড়ুনঃ  কার ওপর নজরদারি করতে চেয়েছিলেন সামান্থা?

জানা যায়, ভরণপোষণ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়ে বসেছিলেন সুজান খান। তবে এতো টাকা দিতে চাননি বলিউডের গ্রিক গড। অনুরোধের শেষমেশ ২০ কোটি ছাড় দিয়েছিলেন সুজান। গুণে গুণে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল হৃতিককে।

আরও পড়ুনঃ  আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

তবে এই কারণে তাদের বন্ধুত্বে কিন্তু কোনও ছেদ পড়েনি। প্রেম না থাকলেও, বিয়ে ভাঙলেও আজও তারা বন্ধু। এমনকি তাদের দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই মানুষ করছেন দু’জনে।

আরও পড়ুনঃ  বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ঊর্বশী

ব্যক্তিগত জীবনে দু’জনেই এগিয়ে গেছেন অনেকটাই। এই মুহূর্তে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক রোশন। অন্যদিকে প্রাক্তন স্ত্রীও শুরু করেছেন নতুন পথচলা। অভিনেতা আরসালান গোনির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *