অনলাইন ডেস্ক : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২০ অক্টোবর) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আবু তাহেরের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
এ দিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছাতে সময় আবেদন করেন এবং বিচারক তা মঞ্জুর করেন।
গ্লোবাল এগ্রো ট্রেড (প্রা.) কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) সঙ্গে লেনদেনের সময় প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ৯ আসামির আগেই মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।-ইত্তেফাক