• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাবলা বনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ

প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ৭:১৩

বাবলা বনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক বাবলা বন গণহত্যা দিবসে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

আরও পড়ুনঃ  শহীদ পরিবারের সঙ্গে ঈদ কাটালেন জামায়াতের আমির

শ্রদ্ধা নিবেদনের পর তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাবলা বন গণহত্যার শিকার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বাবা শহীদ আজিজুল হক চৌধুরীসহ অন্য সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

আরও পড়ুনঃ  ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন বেগম খালেদা জিয়া

এ সময় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবদুল মান্নান, সদস্য সচিব ইমন মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য খাদেম আলী, আব্দুল্লাহ-হিল-বাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয়ের প্রাক্কালে রাজশাহীর ১৭ স্বাধীনতাকামী বীর সন্তানকে পাকিস্তানি দোসরদের সহায়তায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পর ৩১ ডিসেম্বর রাজশাহীর পদ্মাচর শ্রীরামপুর এলাকার বাবলা বন থেকে তাদের দড়িবাধা মরদেহ উদ্ধার করা হয়। এই বধ্যভূমিটি বাবলা বন বধ্যভূমি হিসেবে পরিচিত। এখন সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675