• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৭:১৫

রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি বৈঠক

স্টাফ রিপোর্টার : সড়কে দুর্ঘটনার হার নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপির) ট্রাফিক বিভাগের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। সভাপতিত্ব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য অধ্যাপক চৌধুরী সরোয়ার জাহান।

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

সভায় পুলিশ কমিশনার বলেন, শহরে ইজিবাইক ব্যবস্থাপনা ও ইজিবাইক চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী। সমন্বিতভাবে কাজ করলে সকলের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা যাবে। যার ফলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ সময় পুলিশ কমিশনার সড়ক নিরাপত্তা বিষয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান রেড ক্রসের হেড অব অফিস গৌরব রয়, জার্মান রেড ক্রসের প্রজেক্ট ডেলিগেট জলিল লোন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. মহিউদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, বিজয় বসাক, সামসুন নাহার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675