• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘আপনাকে আক্রমণ করতে পারিনি বলেই বিজেপি ছেড়েছি’, মমতাকে রূপাঞ্জনা

প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৮:৪৫

‘আপনাকে আক্রমণ করতে পারিনি বলেই বিজেপি ছেড়েছি’, মমতাকে রূপাঞ্জনা

অনলাইন ডেস্ক : কয়েক বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে খুব বেশিদিন দলটিতে থাকেননি অভিনেত্রী; বিজেপি থেকে ছেড়ে আসেন। তখন দলটি ছাড়ার কোনো কারণ স্পষ্ট করেননি রূপাঞ্জনা। এবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক খোলা চিঠি দিয়েছেন রূপাঞ্জনা, সেখানে উল্লেখ করলেন তার বিজেপি ছাড়ার কারণ। সঙ্গে পোস্ট করলেন, অভিনেত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর বিজয়ার উপহারের ছবি।

সেই পোস্টে অভিনেত্রী রূপাঞ্জনা লেখেন, ‘মাননীয়া, ২০০৭ থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়স আমারও, তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়েছিলাম। তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম। জানার ইচ্ছে আরও বাড়ল বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম, অবশ্যই অন্য দলে। প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানের ওপর আক্রমণ করতে। কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট।’

আরও পড়ুনঃ  মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য, যা করলেন অভিনেত্রী

খোলা চিঠিতে রূপাঞ্জনা আরও লেখেন,’আপনাকে আর আপনার নামকে অ্যাটাক (আক্রমণ) করতে পারিনি বলে দল নিজে ছেড়ে দিলাম। আপনার কাছে শুধু একটাই আবেদন আপনি আরও সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই। আপনার কাছে অনেকে পৌঁছাতে চেয়েও পারেনা, কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো, বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছাতে দেয় না বা হয়তো কোনোভাবে পৌঁছানো যায়না অনেক দরকারি বিষয়ে। আপনার পক্ষে সব জানা সম্ভব হয়না কিন্তু আপনাকে দায় নিতে হবে এসবের। তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানববন্ধন আরও শক্তিশালী হয়ে উঠুক। প্রণাম নেবেন, শুভ বিজয়া।’

আরও পড়ুনঃ  তামান্নার ভিডিও নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়!

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জন্য বেশ পরিচিতি রয়েছে রূপাঞ্জনা মিত্রের। এছাড়াও টালিগঞ্জের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। শোবিজে ২৪ বছর ধরে সরব রয়েছেন রুপাঞ্জনা। ২০০০ সালে ‘মিত্র চোখের বলি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পর্দার যাত্রা শুরু করেন। এর প্রায় ২০ বছর পর সরব হন রাজনীতিতেও; যোগ দেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে।

সর্বশেষ সংবাদ

লিবিয়া থেকে আরো ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৪
চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৪
সন্তানকে দিয়ে টিকটক, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675