হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ রমিওকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় সফির ছেলে রমিও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। সেই সাথে ওই আগুনে তার একটি গরু মারাত্মক ভাবে ঝলসে গেছে। রাতের ওই আগুনে রমিওর বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।
অগ্নিকান্ডের ওই ঘটনাটির বিষয়ে জানতে পেরে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে অগ্নিদগ্ধ রমিওর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এমপি এনামুল হকের পক্ষ থেকে রমিওর হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এ সময় রমিওর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।