• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাকিবের প্রশংসা করে যা বললেন শন পোলক

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৫:০০

সাকিবের প্রশংসা করে যা বললেন শন পোলক

অনলাইন ডেস্ক : ইতোমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব লা হাসান। টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। দেশসের মাটিতে খেলে ব্যাট-প্যাড তুলে রাখতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে সেটা হয়নি নিরাপত্তা জনিত কারণে। হয়তোবা সাদা পোশাকে আর খেলা হবে না তার।

মিরপুর টেস্টে সাকিব না থেকেও যেন ছিলেন। ধারাভাষ্য দিতে আসা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক ক্রিকেটার শন পোলক গতকাল মিরপুর টেস্ট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

তিনি বলেন, ‘আসলে দূর থেকে দেখলে, আমি তার পারফরম্যান্সের বিস্তারিত জানতে পারব না। আমার চেয়ে আপনারাই হয়ত তাকে বেশি দেখেছেন, বেশি জানবেন। সবাই তাকে সমর্থন করে, সম্মান করে। দক্ষিণ আফ্রিকা সফরে শেষবার সে যায়নি। সেখানে দেখিনি তাকে। ব্যাট হাতে তার যে গড়, দলকে বারবার নেতৃত্ব দিয়ে যাওয়া, সিনিয়র প্লেয়ার, ব্যাটিং-বোলিং মিলিয়ে আমার কাছে মনে হয় সে দুর্দান্ত।’

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার কে? এমন প্রশ্নের জবাবে পোলক বলেন, ‘(রবিচন্দ্রন) অশ্বিনের রেকর্ড বেশ ভালো। বেন স্টোকস রয়েছে। অনেকেই ভালো রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটের কারণে আসলে এদের আধিক্য দেখা যাচ্ছে। কেউ কিছু ওভারের সাথে কিছু চার-ছক্কা হাঁকাতে পারলেই আমরা ভাবি এই যে অলরাউন্ডার। কিন্তু জেনুইন অলরাউন্ডার হচ্ছে যারা কিনা আরও একটু ভালো। ফলে স্টোকস, অশ্বিন কাছাকাছি রয়েছে। বোলিং এবং ব্যাটিংয়ে দুটিতেই দারুণ তারা। অশ্বিন বোলিংয়ে বেশি ভালো, ব্যাটও ভালো করছে সেঞ্চুরি করলো অনেকগুলো। দলে অবদান রাখছে। তারাই মনে হয়।’

সর্বশেষ সংবাদ

ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675