• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, নারী–শিশুসহ আহত ৬

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:৫৭

জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, নারী–শিশুসহ আহত ৬

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় নারী–শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বাখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-গৃহকর্তা কছিমুদ্দিন (৬৫), তার স্ত্রী রোকেয়া বিবি (৫৫), বড় ছেলে গোলাম মোস্তফা (৪১), ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৭) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৬) এবং ছেলে রাহিফ (৮)।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ

আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মালা বেগমকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এ সময় বাড়ির নারী–শিশুরা চিৎকার ও কান্নাকাটি করলে এবং পুরুষ সদস্যরা বাধা দিলে ডাকাতরা রড–ধারালো অস্ত্র দিয়ে তাদের মারধর করে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীদের

এরপর ৬ লাখ টাকা মূল্যের চারটি উন্নত জাতের গরু, ৩ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার, অর্ধ লাখ টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘খরব পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। আর লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারের তৎপরতাও চলছে।’

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675