• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গুরুদাসপুরে পাওনা টাকা আদায়ের জেরে যুবলীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৯:৪৭

গুরুদাসপুরে পাওনা টাকা আদায়ের জেরে যুবলীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বাকিতে বিক্রি করা ৩০ বস্তা চালের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগের কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির আটজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার তথ্য নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপির কর্মী চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যান। অনেক দিন হলেও বাকি টাকা পরিশোধ করেননি আলমগীর।

আরও পড়ুনঃ  বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আলমগীরের কাছে পাওনা ৬০ হাজার টাকা চান রাকিব। এর জেরে গত বুধবার রাকিবকে মারধর করেন আলমগীর ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার রাতে আলমগীর লোকজন নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন। ঘটনাটি জানার পর রাকিবের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির কর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির আটজন আহত হন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় সমাবেশ বক্তারা : জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান ১৭ বছরের বিপ্লবী ফসল

আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675