• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দুই অনুষ্ঠানের সাথে ঐক্য

প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ৪:৩৩

দুই অনুষ্ঠানের সাথে ঐক্য

গণধ্বনি ডেস্ক: দেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকন্ঠ এবং চ্যানেল আই এর ১৮ বছরের নিয়মিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আজকের সংবাদপত্রের সাথে যুক্ত হলো ঐক্য ডট কম ডট বিডি। ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ ৭ম সিজন এবং ঐক্য ডট কম ডট বিডি আজকের সংবাদপত্রের লাইভ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

এর আগে চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্র অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক যাত্রা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন ঐক্য ডট কম ডট বিডির যোগাযোগ সম্পৃক্তকরণ উইং পরিচালক সুরাইয়া আলম।

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বিস্তারিত জানাতে চ্যানেল আই কার্যালয়ে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবারের আসরের প্রধান বিচারক কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা, বরেণ্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ঐক্য ডট কম ডট বিডির উদ্যোক্তা উন্নয়ন উইং সভাপতি, বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা  ইকবাল সোবহান চৌধুরী সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ  পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

গানে আওয়াজ তোল প্রাণে- স্লোগানে ১৪বছর আগে শুরু হওয়া বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকন্ঠ এবার আসছে নতুন উদ্যোমে। করোনা মহামারীসহ বিভিন্ন কারণে দীর্ঘ বিরতির পর এবার বসছে প্রতিযোগিতার সপ্তম আসর।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজন নিয়ে জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ঐক্য ডট কম ডট বিডিকে নিয়ে শুরু হওয়া এবারের আসর নিয়ে প্রত্যাশার কথা জানান। আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন গান গাইতে পারেন এমন যেকোন বয়সের মানুষই অংশ নিতে পারবে  এবারের আয়োজনে।

আরও পড়ুনঃ  বিএফডিসি-কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী বলেন, এই ধরনের একটি বৃহত্তর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা ঐক্য ফাউন্ডেশন নিজেদেরকে অনেক বেশি সম্মানিত মনে করছি। আশা করছি আমাদের এ বন্ধন আরো দৃঢ় হবে।

রুনা লায়লা বলেন, যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।

রেজওয়ানা চৌধুরী বলেন, সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্র অনুষ্ঠানটির সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অপু মাহফুজ। আগামী ৯ই ডিসেম্বর থেকে ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ ৭ম সিজনের অডিশন রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে। ৭ম সিজনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মারিয়া নূর।

আগামী ১ডিসেম্বর থেকে চ্যানেল আই তে নতুন আঙ্গীকে নতুন কলেবরে দেশের প্রখ্যাত সাংবাদিকবৃন্দ, জাতীয়  দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ, টেলিভিশন মিডিয়ার বার্তা সম্পাদকবৃন্দ, বিভিন্ন অনলাইন পত্রিকার সম্পাদক বৃন্দ এবং দেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরাসরি অংশগ্রহণ করবেন মতিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রতিদিন ঐক্য ডট কম ডট বিডি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675