• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মহাকাশ থেকে যেভাবে ভোট দেন মার্কিন নভোচারীরা

প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ ৫:২৬

মহাকাশ থেকে যেভাবে ভোট দেন মার্কিন নভোচারীরা

অনলাইন ডেস্ক : পৃথিবী থেকে শত হাজার মাইল দূরে মহাকাশে অবস্থান করছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একাধিক মার্কিন নভোচারী। তারা কী মহাকাশ থেকে তাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিতে পারেন?

উত্তর হলো হ্যাঁ। তারা চাইলেই ভোট দিতে পারেন। সেই ব্যবস্থা করে দেয় নাসা।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪

মহাকাশ বিষয়ক সংস্থাটি তাদের সর্বশেষ একটি পডকাস্টে জানিয়েছিল নভোচারীদের ভোট দেওয়ার পদ্ধতিটি। তারা বলেছিল নিম্ন ভূ-কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ মহাকাশের যে কোনো স্থানে থাকা নভোচারীরা ভোট দিতে পারেন।

নাসার গ্রাউন্ড স্টাফ মার্তা দুরহাম এবং কারেন অ্যাডকিনস পডকাস্টে বলেছিলেন, মহাকাশ থেকে ভোট দেওয়ার বিষয়টি একেবারে সোজাসাপ্টা।

আরও পড়ুনঃ  মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬০০, নিখোঁজ আরও শতাধিক

প্রথমে, যদি কোনো নভোচারী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তারা দুজন ওই নভোচারী যে স্থানে থাকেন সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ‘অনুপস্থিত ব্যালট’ সংগ্রহ করবেন। এরপর সেগুলো মহাকাশে পাঠাবেন।

পরের ধাপ হলো নভোচারী ব্যালটটি পূরণ করবেন, এতে স্বাক্ষর করবেন এবং স্ক্যান করবেন। এরপর পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত স্ক্যান করা ব্যালটের পিডিএফ কপিটি নাসার গ্রাউন্ড স্টাফদের কাছে পাঠাবেন।

আরও পড়ুনঃ  বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের আমেরিকাকে ঠেকাতে দীর্ঘমেয়াদি লড়াইয়ে তৈরি চীন

খুব গোপনে যেন ভোট দিতে পারেন সেজন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ক্রুদের কোয়ার্টারে ভোটকেন্দ্রও তৈরি করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675