• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার বাসা থেকে ৫ তরুণীসহ আটজন গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ১০:৫২

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার বাসা থেকে ৫ তরুণীসহ আটজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পতিতাবৃত্তির দায়ে পাঁচ তরুণীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের হালদারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)।

আরও পড়ুনঃ  ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের শহরের হালদারপাড়ার বহুতল বাসভবনে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে ভবনটির ছাদ থেকে পাঁচ তরুণী ও তিন যুবককে আটক করা হয়। পরে তারা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করে।

আরও পড়ুনঃ  মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পরে দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

গ্রেপ্তারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675