• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডাবল সেঞ্চুরিতে পুরোনো আক্ষেপ ঘোচালেন অমিত

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৯:২৭

ডাবল সেঞ্চুরিতে পুরোনো আক্ষেপ ঘোচালেন অমিত

অনলাইন ডেস্ক : দেশের কয়েকটি ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ। কক্সবাজার একাডেমি মাঠে চলছে চতুর্থ রাউন্ডের খেলা। সেখানে গতকাল প্রথম দিনেই খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সিলেটের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ১০৯ রান নিয়ে গতকাল দিন শেষ করেছিলেন সিলেটের এই অধিনায়ক।

এরপর আজ রোববার দ্বিতীয় দিনেও তার ব্যাট হেসেছে। খুলনার বোলারদের একের পর এক সীমানা ছাড়া করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। দিন শেষ করার ঘণ্টা দেড়েক আগে ব্যক্তিগত ২১৩ রান করে আউট হয়েছেন অমিত। ৪৫৫ বলের ইনিংসে ছিল ১৮টি চার ও ১টি ছক্কা।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

কেবল অমিতেরেই নয়, এবারের জাতীয় লিগেও এটি প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। এর আগে অমিতের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৮৬। এমন ইনিংস শেষে সন্ধ্যায় মুঠোফোনে ঢাকা পোস্টকে তিনি নিজের অনুভূতি জানিয়েছেন। এমন ইনিংস আরও খেলার প্রত্যাশা অমিতের কণ্ঠে, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ডাবল সেঞ্চুরি করলে স্বাভাবিকভাবেই ভালো লাগে। এটি আমার প্রথম, তবে শেষ নয়। চেষ্টা থাকবে যেখানেই খেলি না কেন দলের হয়ে যেন কনট্রিবিউট করতে পারি।’

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৬ রান করেছিলেন অমিত। সেই আক্ষেপ ঘোচালেন এবার, ‘আক্ষেপ ছিল আগে, সেবার ১৮৬ করেছিলাম, এবার ডাবল সেঞ্চুরি করতে পারলাম। বলতে পারেন আক্ষেপ ঘোচালাম অনেক দিনের। আমি সবসময় আমার প্রসেস অনুযায়ী খেলতে চাই। প্রসেস ঠিক থাকলে সবকিছু ভালো হবে ইনশা-আল্লাহ।’

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

প্রসঙ্গত, অধিনায়ক অমিতের ডাবল সেঞ্চুরিতে সিলেট ৭ উইকেটে ৪৯৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। তাদের হয়ে সেঞ্চুরি পেয়েছেন আসাদউল্লাহ-আল গালিব (১১৫), তবে ১ রানের জন্য আক্ষেপ নিয়ে ফিরেছেন পিনাক ঘোষ (৯৯)। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে এখন পর্যন্ত কেবল দুই ওভার খেলেছে খুলনা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675