• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোলাহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৮:৫৮

ভোলাহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা শাখার আমীর মাওলানা শামশুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী।

আরও পড়ুনঃ  পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার নায়েবে অমীর ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা এ্যসিসটেন্ট সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ড. মিজানুর রমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোঃ গোলাম কবীর গোলাপ, ভোলাহাট উপজেলা শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ লোকমান আলী, উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ তৌহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোক্তারুল ইসলাম, জামড়ীয়া ইউনিয়ন শাখা আমীর আঃ বাশির, দলদলী ইউনিয়ন শাখা আমীর মোঃ আমিনুল ইসলাম, ভোলাহাট ইউনিয়ন শাখা আমীর তোজাম্মুল হক, ভোলাহাট পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা, ভোলাহাট পূর্ব শাখা ছাত্রশিবির সভাপতি নাজেম উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাও: ক্বারী মোঃ আলাউদ্দিন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675