• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এমবাপে, যা বলছেন আনচেলত্তি

প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ ৬:০৭

প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এমবাপে, যা বলছেন আনচেলত্তি

অনলাইন ডেস্ক : চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে থিতু হয়েছিলেন কিলিয়ান এমবাপে। তাকে ঘিরে রিয়াল সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও একের পর এক ম্যাচে কেবল হতাশাই উপহার দিচ্ছেন তিনি। তার নিষ্প্রভ পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়ছে দলের ওপরও। অবশ্য দুঃসময়ে কোচ কার্লো আনচেলত্তিকে পাশেই পাচ্ছেন এমবাপে।

দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় কেবল ফরাসি তারকাকে দিতে নারাজ কার্লো আনচেলত্তি। বলছেন, এমবাপের ফর্মহীনতা শুধু তারই সমস্যা নয়। এর পেছনে পুরো দলের ধারাবাহিকতার অভাবও অনেকাংশেই দায়ী।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে রিয়ালের পরাজয়ের ম্যাচটিতে পেনাল্টি মিস করেছেন ফরাসি ফরোয়ার্ড। এর মাধ্যমে পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেন এমবাপে। কিন্তু স্পেনে আসার পর থেকেই ফর্মহীনতার কারণে নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন। রিয়ালের জার্সিতে সর্বশেষ ৯ ম্যাচে স্রেফ দুটি গোল করতে পেরেছেন এমবাপে।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

আজ (রোববার) লা লিগায় গেতাফের মুখোমুখি হবে মাদ্রিদ। লিগের এই ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলছেন, ‘এমবাপের সমস্যা আমাদের সবার সমস্যা। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া। শুধু তার জন্যই এটা নয়, অন্য সব খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য। এটা কোনো একজন খেলোয়াড়ের সমস্যা নয়।’

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

আরও বলছেন, ‘পুরো দলই ধারাবাহিকতার অভাবে ভুগছে। আমাদের উন্নতির চেষ্টা করতে হবে। এমবাপে এখানে নতুন এসেছে, তার মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে। সে ইতোমধ্যে আট গোল করেছে, আক্রমণে অংশ নিচ্ছে, অন্যদের এ্যাসিস্ট করছে। অবশ্যই সে একজন ভালো খেলোয়াড়। কিন্তু আমাদের সকলের আরো ভালো খেলার চেষ্টা করতে হবে।’

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

ফ্রান্সের সর্বশেষ দুটি ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না এমবাপে। আনচেলত্তি আরও বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর এমবাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

আনচেলত্তি জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, দানি কারভাহাল, এডার মিলিটাওয়ের মতো খেলোয়াড়দের ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে হার মেনে নিতে হয়েছে। তবে গেতাফের ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো ফিট হয়ে দলে ফিরছেন। এই মুহূর্তে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675