• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এক সপ্তাহেই এমবাপের দুই পেনাল্টি মিস, যা বলছেন রিয়াল কোচ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ৬:২৯

এক সপ্তাহেই এমবাপের দুই পেনাল্টি মিস, যা বলছেন রিয়াল কোচ

অনলাইন ডেস্ক : খুব বড় রকমের প্রত্যাশা নিয়েই রিয়াল মাদ্রিদে এসেছিলেন্ কিলিয়ান এমবাপে। নামের পাশে বিশ্বকাপ শিরোপা। ঠিক দুই বছর আগের বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোরারের সম্মান। এমবাপে পুরো ফুটবল বিশ্বেই পরীক্ষিত এক নাম। এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা অন্তত বিগত কিছুদিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেঞ্চ সেনসেশন।

তবে এমবাপের নামের পাশে বড় হয়ে এসেছে পেনাল্টি মিসের ঘটনা। এক সপ্তাহের মধ্যে টানা দুটি পেনাল্টি মিস করলেন ২০১৮ এর বিশ্বকাপজয়ী তারকা। প্রথমবার লিভারপুলের বিপক্ষে। আর গতকাল অ্যাথলেটিকো বিলবাও-এর বিপক্ষে। দুই ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ হেরেছে ম্যাচটা। এমপবাপের ক্যারিয়ারে এমন বাজে সময় এবারই প্রথম।

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

তবে এমন সময়ে কোচ কার্লো অ্যানচেলত্তিকে নিজের পাশেই পাচ্ছেন এমবাপে। ইতালিয়ান এই কোচের মতে, এমবাপেকে আরও অনেক বেশি সময় দেয়া উচিত। ম্যাচ শেষে সাংবাদিকের মন্তব্য ছিল, রিয়াল মাদ্রিদে এমবাপের মূল সক্ষমতার ১ শতাংশ পারফরম্যান্সও দেখা যাচ্ছে না। এমন মন্তব্যটাও সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়াল ম্যানেজার।

আনচেলত্তির মন্তব্য, ‘সে যা করছে তা ১ শতাংশের বেশি (পারফরম্যান্সের লেভেল)। তবে স্বীকার করতেই হবে, এমবাপে তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নেয়ার জন্য। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

পেনাল্টি মিস নিয়েও এমবাপেকে মূল্যায়ন করতে রাজি নন তিনি, পেনাল্টি দিয়ে আমি কোনও খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না। কারণ কখনও পেনাল্টি থেকে গোল আসবে, কখনও মিস হবে। অবশ্যই এমবাপে ব্যথিত, হতাশ; তবে আমাদের এগিয়ে যেতে হবে।’

আগের ম্যাচেই পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন বেলিংহ্যাম। এই ম্যাচেই আবার কেন এমবাপেই এগিয়ে গেলেন পেনাল্টি নিতে, সেটার ব্যাখ্যাও দিয়েছেন এই কোচ, ‘আমার মনে হয়, তারা দুজন (এমবাপ্পে ও বেলিংহাম) কথা বলেছে এবং এমবাপ্পে দায়িত্ব তুলে নিয়েছে। কিন্তু ভালো শট নিতে পারেনি। ফুটবলে এটা হতেই পারে।’

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

ভিনিসিয়ুস জুনিয়রের চোটে এমবাপেকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। কিন্তু নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগও হারাচ্ছেন তিনি। এমনকি নিজের পছন্দের লেফট উইং পজিশন থেকেও খুব বেশি ঝলক দেখা যাচ্ছে না এমবাপের। এমন অবস্থায় রিয়ালের ম্যানেজারও চাইছেন এমবাপেকে সেরা ছন্দে ফিরে পেতে।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675