• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঈদের পর চূড়ান্ত আন্দোলন: মিনু

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১২:২১

ঈদের পর চূড়ান্ত আন্দোলন: মিনু

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, যে নির্বাচনে ধানের শীষ নাই, বিএনপি নাই, খালেদা জিয়া নাই, তারেক জিয়া নাই; সেই নির্বাচনে বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। মানুষ মুক্তি চায়। ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে এবার এই সরকারের পতন ঘটাবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

শনিবার বিকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় রাজপাড়া থানা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে মিজানুর রহমান মিনু বলেন, দেশের সাধারণ মানুষের ঘরে আজ চাল নাই, তেল নাই, আটা নাই। দারিদ্রতার কারণে স্বামী-স্ত্রী বাচ্চাকে নিয়ে বিষ খাচ্ছেন। দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ভালো আছেন। তাই দেশের মানুষকে বাঁচতে হলে এ সরকারকে সরাতে হবে। আপামর জনসাধারণকে সাথে নিয়েই এ সরকারের পতন ঘটানো হবে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

এদিকে রাজপাড়া থানা ছাড়াও রাজশাহী মহানগর বিএনপির সংগঠনিক থানা বোয়ালিয়া, মতিহার ও শাহমখদুম থানায় বিএনপি পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন অর মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675